artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:২২ অপরাহ্ন

শিরোনাম

অভিষেকে সানজামুলের প্রথম শিকার জয়েস

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫৬ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮৩৯ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


অভিষেকে সানজামুলের প্রথম শিকার জয়েস - খেলা
প্রথম উইকেট প্রাপ্তির পর সানজামুল

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে স্বপ্ন পুরণ হয়েছে সানজামুলের। অভিষেক আন্তর্জাতিক ম্যাচে বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেট শিকার করেছেন রাজশাহীর এই স্পিনার। আয়ারল্যান্ডের দলীয় রান তখন ২৯ ওভারে পাঁচ উইকেটে ১২৬।

ইনিংসের ২৯ তম ওভারে বোলিংয়ে আসেন অভিষিক্ত সানজামুল। নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করে তুলে নেন একটি উইকেট। ওভারের শেষ বলে স্বাগতিক ওপেনার অ্যাড জয়েস সামনে পা-বাড়িয়ে তুলে মারতে গেলে লংঅনে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৭৪ বলে ৪৬ রান।

মেহেদী হাসান মিরাজের বদলে জায়গা পেয়েছেন সানজামুল। ২৭ বছর বয়সী বা হাতি অলরাউন্ডার সানজামুল ইসলাম ইতোমধ্যে প্রথম শ্রেণীর ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। লিস্ট এ তে ৬০টি ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন।

মুস্তাফিজের পর সানজামুল চমক

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএনসি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য