artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবনের অজগর লোকালয়ে

বাগেরহাট সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬০৪ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


সুন্দরবনের অজগর লোকালয়ে - জাতীয়

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে বনবিভাগের একটি দল অজগরটিকে উদ্ধার করে।

শুক্রবার দুপুরে বনবিভাগ অজগরটিকে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

ফুলমিয়া হাওলাদার বলেন, “শুক্রবার ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি বিশাল আকৃতির একটা অজগর শুয়ে আছে। বিষয়টি আমি আমার প্রতিবেশীদের জানাই। পরে সবাই মিলে স্থানীয় বনবিভাগের কার্যালয়ে অজগরটিকে উদ্ধার করতে বললে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।”

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, “যে এলাকা দিয়ে অজগরটিকে ধরা হয়েছে তা একেবারেই সুন্দরবনের কাছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে সুন্দরবন থেকে অজগরটি নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। বাড়ির মালিক বনবিভাগকে জানালে আমাদের একটি বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছে অজগরটিকে ধরে বস্তাবন্দি করে বনে গহীনে অবমুক্ত করা হয়। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। ওজন ২০ কেজি।

নিউজবাংলাদেশ.কম/আইকে/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য