artk
৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

হবিগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৪৪ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫০৯ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


হবিগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু - জাতীয়
প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে বজ্রপাতে আলেয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিহারীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের তাহির মিয়ার স্ত্রী।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে আকাশের অবস্থা খারাপ দেখে গৃহবধূর আলেয়া খাতুনের ছোট ছেলেকে ডাকতে গিয়ে তিনি বাড়ি থেকে পাশের বাড়ির একটি গাছের নিচে অবস্থান করেন। এসময় হঠাৎ একটি বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি আহত হন।

তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজবাংলাদেশ.কম/জেডসি/এমএস       

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত