artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৩:৫০ পূর্বাহ্ণ

শিরোনাম

প্রশ্ন ফাঁসের পর অগ্রণী ব্যাংকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৪১ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৩২ ঘণ্টা, শনিবার ২০ মে ২০১৭


প্রশ্ন ফাঁসের পর অগ্রণী ব্যাংকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা স্থগিত - অর্থনীতি

অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকতা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর দ্বিতীয় ধাপের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকালের পরীক্ষা হলেও বিকেলের পরীক্ষাটি স্থগিত করা হয়।

সকালের পরীক্ষা চলাকালে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান পরীক্ষার্থীরা।

নিয়োগ পরীক্ষার দায়িত্ব পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের বিভাগের সহকারী শিক্ষক অধ্যাপক আফতাব উদ্দিন মাহমুদ চৌধুরী জানান, অনিবার্য কারণে বিকেল সাড়ে ৩টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালের পরীক্ষা চলাকালে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার অভিযোগ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল রয়েছে।

উল্লেখ্য, এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখের বেশি। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সকালে ও বিকেলে দুইধাপে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল থাকায় তা বাতিলের সিদ্ধান্ত নেয় নিয়োগ কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এমএস/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য