artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৫১ অপরাহ্ন

শিরোনাম

টাঙ্গাইলে ১১শ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

টাঙ্গাইল সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪২৮ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫০৪ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


টাঙ্গাইলে ১১শ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক - জাতীয়
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঘাটাইল উত্তর পাড়ার পলাশ (২৮) ও তার স্ত্রী মুক্তা (২২)।

ঘাটাইল থানার ওসি মো. কামাল হোসেন জানান, পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এসময় তাদের সঙ্গে থাকা ১১২০ পিস ইয়াবা, মাদক বিক্রির টাকা ও ১০টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। 

নিউজবাংলাদেশ.কম/আরএস/এমএস       

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য