![]() |
ফাইল ফটো |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সৌদি আরব যাচ্ছেন। সেখানে রোববার অ্যারাব ইসলামিক আমেরিকান সামিটে অংশগ্রহণ করবেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, শনিবার রাত ৮টায় সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন শেখ হাসিনা।
সৌদির আরবের স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
প্রধানমন্ত্রী সোমবার মক্কায় পবিত্র উমরা পালন ও মদিনায় মহানবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন তিনি। স্থানীয় সময় বুধবার বেলা ১টা ৪০ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
নিউজবাংলাদেশ.কম/এআর/এফএ