artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৪০ অপরাহ্ন

শিরোনাম

এবার অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪৩ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৪৮ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


এবার অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’ - জাতীয়

জনতা ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ও বিকেলে দুই পর্বে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার দুই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এর আগে গত ২১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল।

পরীক্ষার্থীরা জানান, তারা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন। আবার শুধু উত্তরও পাওয়া গেছে। এদিকে কথিত ওই প্রশ্নপত্র ও উত্তরপত্র কেউ কেউ ফেসবুকে অন্যদের শেয়ারও করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত থেকেই এ অভিযোগ শোনা যাচ্ছে। তবে পরীক্ষার পর প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখলে এর সত্যতা জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য