artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:২২ অপরাহ্ন

শিরোনাম

সৈয়দ আহসানুল অসত্য তথ্য ছড়াচ্ছেন: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

সিনিয়র রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৪৫ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২১২ ঘণ্টা, শুক্রবার ১৯ মে ২০১৭


সৈয়দ আহসানুল অসত্য তথ্য ছড়াচ্ছেন: ইসলামী ব্যাংক চেয়ারম্যান - অর্থনীতি

ইসলামী ব্যাংকের সরকার সমর্থিত পরিচালক হিসেবে পরিচিত ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম অসত্য তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। তবে তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে চায়না পর্ষদ।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতাও আছে। ব্যাংকের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকা হয়।”

এসময় তিনি আরও বলেন, “পুনর্গঠিত পরিচালনা পর্ষদে কোনো কোন্দল নেই।”

চেয়ারম্যান বলেন, “ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ৪৫০ কোটি টাকা প্রধানমন্ত্রীর জাকাত ফান্ডে দেয়ার মতো কোনো সিদ্ধান্ত নেয়নি ব্যাংকটির বোর্ড সভা।”

এর আগে বুধবার ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও একথা জানানো হয়।

পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ৬ মাসও পেরুতে না পেরুতে এই কোন্দল বাইরে চলে এসেছে।

পরিচালকরা কেউ কেউ বলছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে নিয়ে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখা দিয়েছে অবিশ্বাস ও সন্দেহ। বৃহস্পতিবার বিকেলে কার্যত পদত্যাগের কথাও সামনে এনেছেন কেউ কেউ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম গত বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ব্যাংকটি থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

এরপর গত শনিবার জরুরি বৈঠকে বসেন ইসলামী ব্যাংকের পর্ষদ। সেখানে সৈয়দ আহসানুল আলমও উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসএ/এমবি/এএইচকে

 

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য