artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ১১:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

নাটোরের ‘নারদ নদ’ উদ্ধারে মানববন্ধন

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০১২ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭


নাটোরের ‘নারদ নদ’ উদ্ধারে মানববন্ধন - জাতীয়

নাটোরের ঐতিহ্যবাহী ‘নারদ নদ’ উদ্ধারে আন্দোলনে নেমেছে সচেতন নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ‘নারদ নদ’ থেকে অবৈধ দখল উচ্ছেদ, শিল্প-কারখানার বর্জ্য ফেলা বন্ধ ও খননসহ চারদফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়।

টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নাটোরের অন্তত ২৩টি সংগঠন এতে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন-সনাক
সভাপতি সাংবাদিক রেজাউল করিম রেজা, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা ‘নারদ নদ’ ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে নালায় পরিণত করেছে। এছাড়া শিল্পকারখানার বর্জ্যে নদীতে ফেরার কারণে দূষিত করেছে। এই নদকে সচল করতে রাজশাহীর
চারঘাটে স্লুইসগেট অপসারণ করে পরিকল্পিতভাবে খনন করা হলে নদটি আবারো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এমএস/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত