artk
১০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৩ এপ্রিল ২০১৮, ১১:১৮ পূর্বাহ্ণ

শিরোনাম

ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৩৯ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭


ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর - শিক্ষাঙ্গন

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় আফিয়া জাহান চৈতি (১৯) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আফিয়ার।

আফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

আফিয়ার কয়েকজন বন্ধু জানান, গত বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় আফিয়াকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সেন্ট্রাল হাসপাতাল থেকে জানানো হয় তার ক্যানসার হয়েছে। পরে জানানো হয় তার ডেঙ্গু হয়েছে। আজ দুপুরে ভুল চিকিৎসায় আফিয়ার মৃত্যু হয়।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহেল কাফী জানান, দুপুরে ওই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার সহপাঠীরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনা, পরিচালকদের কক্ষ ভাঙচুর করেন।

একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক এমএ কাশেমকে ধানমন্ডি থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমবি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য