artk
১০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৩ এপ্রিল ২০১৮, ১১:২২ পূর্বাহ্ণ

শিরোনাম

‘বাহুবলী-২’ পাইরেসি করে হুমকি, আটক ৬

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৫২ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭


‘বাহুবলী-২’ পাইরেসি করে হুমকি, আটক ৬ - বিনোদন

বলিউড সিনেমায় এখন কোন সিনেমা কত আয় করছে সেই হিসাব। এখন পর্যন্ত ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাহুবলী-২’।

কিন্তু খবর হলো সিনেমাটি পাইরেসি করে তা ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়েছে একটি চক্র। আর এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সিনেমাটির হিন্দি সংস্করণের প্রযোজক করণ জোহরসহ আরও কয়েকজন প্রযোজককে রাহুল মেহতা নামে এক লোক তার কাছে ‘বাহুবলী’র হাই ডেফিনেশন পাইরেটেড কপি আছে বলে জানায় কয়েকদিন আগে। সেইসঙ্গে তাদের কাছে ১৫ লাখ রুপি দাবি করে রাহুল হুমকি দেয়, অর্থ না দেয়া হলে এটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে।

২৯ এপ্রিল এ ব্যাপারে করণ জোহর মুম্বাই থানায় অভিযোগ করলে মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে রাহুল মেহতাসহ আরও পাঁচজনকে আটক করে।

জানা যায়, এরমধ্যে রয়েছে দিবাকর কুমার নামের বিহারের এক হলমালিকও, যার হল থেকেই সিনেমাটির পাইরেটেড কপি ধারণ করা হয়।

রাহুল এবং দিবাকর ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে জিতেন্দ্র মেহতা, চন্দন, তৌফিক এবং মোহাম্মদ আলি নামে চার ব্যক্তিকে। এরমধ্যে তৌফিক এবং মোহাম্মদ আলিকে ২০১৫ সালেও ‘বাহুবলী : দ্য বিগিনিং’-এর পাইরেসির জন্য জেলে যেতে হয়েছিল।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অবিনাশ মোহন্তি জানান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি সিনেমা পাইরেসির সঙ্গে যুক্ত। এর আগেও বেশকিছু হিন্দি ও তামিল সিনেমা পাইরেসির অভিযোগে এদের খুঁজছিল পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য