artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

মারা গেছেন অভিনেত্রী রিমা লাগু

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৪৯ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৫৫ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ মে ২০১৭


মারা গেছেন অভিনেত্রী রিমা লাগু - বিনোদন

ভারতীয় অভিনেত্রী রিমা লাগু (৫৯) আর নেই। বৃহস্পতিবার (১৮ মে) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান তিনি।

‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কাল হো না হো’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এর মতো হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেয়া হয়। এরপর আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সত্তরের দশকের শেষের দিকে হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন রিমা লাগু। সালমান খান ও শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সিনেমার পাশাপাশি টেলিভিশন মিডিয়াতেও তিনি নিয়মিত অভিনয় করতেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য