artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:২৭ অপরাহ্ন

শিরোনাম

‘ক্লাউড বিস্ট্রো’ রেস্টুরেন্টে চলছে সালাদ উৎসব

লাইফস্টাইল ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৫৩ ঘণ্টা, বুধবার ১৭ মে ২০১৭


‘ক্লাউড বিস্ট্রো’ রেস্টুরেন্টে চলছে সালাদ উৎসব - লাইফস্টাইল

রাজধানীর সুপরিচিত রেস্টুরেন্ট ‘ক্লাউড বিস্ট্রো’। আধুনিক মানের এ রেস্টুরেন্ট নিত্যনতুন ডিস আর ব্যতিক্রমি আয়োজন নিয়ে সরব থাকে সব সময়।

বিশেষ করে সামুদ্রিক খাবারের জন্য এ রেস্টুরেন্ট সবার কাছেই প্রিয়।

এবার ক্লাউড বিস্ট্রো মেতেছে সালাদের উৎসবে। হুম, সালাদ। অনেকের কাছে সালাদ শুধু সাইড ডিস মনে হলেও এখন আর তা নেই। এটি জায়গা করে নিয়েছে মেই ডিসের তালিকায়।

রাজধানীর পান্থপথে অবস্থিত এ রেস্টুরেন্টে ১৬ দিনের সালাদ উৎসব চলবে ২০ মে পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেস্টুরেন্টটির পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবের থাকছে এশিয়ান ক্রিস্পি ব্রেড চিকেন সালাদ, এভোকাডো চিকপি সালাদ উইথ গ্রিল্ড প্রন, চিকেন হাওয়াইয়ান পাস্তা সালাদ, গ্রিল্ড অক্টোপাস সালাদ, পলো এডোবাডো কন ডে ফ্রুটা, থাই ‍বিফ সালাদ এবং টুনা নিসওয়াস সালাদ।

দাম
এশিয়ান ক্রিস্পি ব্রেড চিকেন সালাদ ২৪০ টাকা, এভোকাডো চিকপি সালাদ উইথ গ্রিল্ড প্রন ৫৫০ টাকা,
চিকেন হাওাইয়ান পাস্তা সালাদ ২৮০ টাকা, গ্রিল্ড অক্টোপাস সালাদ ৫৫০ টাকা, পলো এডোবাডো কন ডে ফ্রুটা ৬৭৫ টাকা, থাই বীফ সালাদ ৩৮০ টাকা, টুনা নিসওয়াস সালাদ ২৪০ টাকা।

নিউজবাংলাদেশ.কম

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য