artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৪:০৫ পূর্বাহ্ণ

শিরোনাম

ট্রাক-মাইক্রো সংঘর্ষে প্রাথমিক শিক্ষা একাডেমির ডিজি নিহত

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৩৬ ঘণ্টা, শনিবার ১৩ মে ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৯২৭ ঘণ্টা, শনিবার ১৩ মে ২০১৭


ট্রাক-মাইক্রো সংঘর্ষে প্রাথমিক শিক্ষা একাডেমির ডিজি নিহত - জাতীয়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারৈয়ার হাট এলাকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (ডিজি) ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফজলুর রহমান খাগড়াছড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরীলাল চাকমা জানান, সকাল ৭টার দিকে ফজলুর রহমানকে বহনকারী প্রাইভেট কারটি বারৈয়ার হাটে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ওই কর্মকর্তাসহ পাঁচজন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

গৌরীলাল চাকমা বলেন, “প্রথমে নিহতের বিস্তারিত পরিচয় জানা না গেলেও পরে জানা যায় তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক।”

আহতরা হলেন- চট্টগ্রাম পিটিআইর সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত