artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

দীননাথ মঙ্গেশকর সম্মাননা পাচ্ছেন আমির খান

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭০৩ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৯১০ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


দীননাথ মঙ্গেশকর সম্মাননা পাচ্ছেন আমির খান - বিনোদন
ছবি: সংগৃহীত।

মাস্টার দীননাথ মঙ্গেশকর সম্মান পাচ্ছেন অভিনেতা আমির খান ও ক্রিকেটার কপিল দেব। 

২৪ এপ্রিল এই সম্মান দেয়া হবে তাদের। ‘দঙ্গল’ সিনেমার জন্য আমির খানকে অন্যদিকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য কপিল দেবকে সম্মানিত করা হবে।

হিন্দি সিনেমায় অবদানের জন্য সম্মানিত করা হবে অভিনেত্রী বৈজয়ন্তিমালা বালিকে। তার হাতে তুলে দেওয়া হবে বিশেষ পুরস্কার।

হৃদয়েশ আর্টসের পক্ষ থেকে অবিনাশ প্রভাভালকর জানিয়েছেন, ‘শিল্প, সাহিত্য, সমাজসেবাসহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে।’

আর সংগীতে অবদানের জন্য পুরস্কৃত করা হবে কৌশিকী চক্রবর্তীকে। হৃদয়েশ আর্টস ও দীননাথ শ্রুতি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি হবে।

নিউজবাংলাদেশ.কম/এআরকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য