artk
১৩ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, রোববার ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ৯:৩৫ পূর্বাহ্ণ

শিরোনাম

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪০ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - জাতীয়

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে ইসমাইল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার আবাইপুর ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইসমাইল ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়া জানান, সকালে ইসমাইল খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এ/এমবি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত