artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম

৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্রে ফিরছেন কারিনা!

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৩৯ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্রে ফিরছেন কারিনা! - বিনোদন
ছবি: সংগৃহীত।

তৈমুর হওয়ার পর নাকি আবারও ফিরছেন কারিনা কাপুর খান। তাও আবার বড় চমক নিয়ে। শোনা যাচ্ছে প্রেগন্যান্সি ব্রেকের পরে যে ছবিতে সই করছেন বেগমসাহেবা তার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৬ কোটি রুপি।

প্রেগন্যান্সি পিরিয়ডেই ‘ভিরে দি ওয়েডিং’ ছবির জন্য শুটিং করেছিলেন কারিনা। এরপর ফটোশুট ও বিজ্ঞাপনের কাজ করলেও কোনও ছবির কাজ তিনি হাতে নেননি। ছেলে হওয়ার পর এবার ফিরছেন তিনি।

সূত্রের খবর, পরের ছবির জন্য ৬ কোটি টাকা অফার করা হয়েছে কারিনাকে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

বলিউডের গুঞ্জন ছিল, এবার করণ জোহরের ছবিতে কাজ করতে পারেন কারিনা। হয়তো সেই ছবিতে তাকে প্রযোজকের ভূমিকাতেও দেখা যেতে পারে। যদিও সবটাই এখনও গুঞ্জন। তবে সত্যিই কারিনা এই পরিমাণ পারিশ্রমিক পেলে তা বলিউডে নয়া নজির তৈরি করবে বলেই মন ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

নিউজবাংলাদেশ.কম/এআরকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য