artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বরগুনায় বাসচাপায় নৌবাহিনীর ৩ সদস্য নিহত

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬২৯ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৭২৭ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


বরগুনায় বাসচাপায় নৌবাহিনীর ৩ সদস্য নিহত - জাতীয়

বরগুনার আমতলীতে বাসচাপায় নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে আমতলী উপজেলার সেকান্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ নিউজবাংলাদেশকে জানান, পটুয়াখালী থেকে মোটরসাইকেল নিয়ে নৌবাহিনীর তিন সদস্য কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা আল্লাহর দান নামে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদেক ও ফুহাদ নামে দুজন মারা যান।

এ ঘটনায় আহত এনামুল নামে একজনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নিউজবাংলাদেশ.কম/আইএইচ/এমবি/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য