artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

এক ফ্রেমে নাসিরুদ্দিন শাহ ও রুনা লায়লা

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬২৪ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


এক ফ্রেমে নাসিরুদ্দিন শাহ ও রুনা লায়লা - বিনোদন
ছবি: সংগৃহীত।

এক ফ্রেমে দেখা মিলল ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং আন্তর্জাতিক খ্যতিসম্পন্না গায়িকা রুনা লায়লাকে। বৃহস্পতিবার দুপুরে স্বপরিবারে ঢাকায় এসেছেন নাসিরুদ্দিন শাহ।

আর সন্ধ্যায় গায়িকার ভাইয়ের বাসায় নাসিরুদ্দিন শাহের পরিবারসহ আনন্দঘন সময় কাটালেন রুনা লায়লা এবং আঁখি আলমগীর।

এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, তার স্ত্রী রত্না পাঠক, কন্যা হিবা শাহ, রুনা লায়লা, আঁখি আলমগীরসহ আরও অনেকেই।

২১ এপ্রিল ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ পরিবেশন করবেন মঞ্চ নাটক ‘ইসমাত আপা কে নাম’।

নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ নিজেই। নাসিরুদ্দিনের সঙ্গে তার স্ত্রী রত্মা পাঠক শাহ এবং কন্যা হিবা শাহ পারফর্ম করবেন।

ব্লুজ কমিউনিকেশন্সের আয়োজনে শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এটি মঞ্চায়িত হবে। আর সেই কারণেই তার ঢাকায় আসা।

নিউজবাংলাদেশ.কম/এআরকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য