artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বিএনপি দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে: দুদু

সিনিয়র রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৩৯ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৮৫৩ ঘণ্টা, শনিবার ২২ এপ্রিল ২০১৭


বিএনপি দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে: দুদু - রাজনীতি

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপিসহ ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে, আর আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপিসহ ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে। অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে।”

সেই সঙ্গে তিনি ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দেন, তারা ৫ জানুয়ারির মতো নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তাসহ ৫৪টি নদীর ন্যায্য হিস্যা দাবি’ শীর্ষক মানববন্ধনে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।

২৭ এপ্রিল ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সফরে আসছেন জানিয়ে এ বিএনপি নেতা বলেন, “ভারতের সেনাপ্রধান কেন এত ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন? তিনি কি অস্ত্র চাপিয়ে দিতে আসছেন নাকি অন্য কোনও শলাপরামর্শ করতে আসছেন?”

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে কী কী চুক্তি করেছেন সেগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় চুক্তিগুলো গোলামির চুক্তি হিসেবে মানুষের মনে গেঁথে যাবে। কারণ, সংবিধানে আছে, বৈদেশিক যেগুলো চুক্তি হবে সেগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত