artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:২৩ অপরাহ্ন

শিরোনাম

ফখরুলকে বিএনপির ‘অথর্ব ম্যানেজার’ বললেন হানিফ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩০৯ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮২৫ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


ফখরুলকে বিএনপির ‘অথর্ব ম্যানেজার’ বললেন হানিফ - রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির ‘অথর্ব ম্যানেজার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গত বৃহস্পতিবার দুর্গত হাওর এলাকা ঘুরে এসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হানিফ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রতিবন্ধীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তা নিয়ে তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সেটি নিয়েও তার কথা বলতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তিনি নিজেকে মানসিক প্রতিবন্ধী ও ও বিকারগ্রস্ত রাজনীতিবিদ হিসেবে জনগণের সামনে তুলে ধরছেন।”

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি বিভিন্ন সময়ে অসংলগ্ন, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে জনগণের কাছে মানসিকভাবে প্রতিবন্ধী ও ও বিকারগ্রস্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহর লাইলীসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এআর/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত