artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৩:৪৫ পূর্বাহ্ণ

শিরোনাম

সিরাজগঞ্জে ঝড়ে নিখোঁজ তাঁতশ্রমিকের মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১১৬ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩১১ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


সিরাজগঞ্জে ঝড়ে নিখোঁজ তাঁতশ্রমিকের মৃতদেহ উদ্ধার - জাতীয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া তাঁতশ্রমিক সাইদুল ইসলামের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীকোলা বাজার এলাকার একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের হযরত আলীর ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সাইদুল নেশা করতেন। বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার সকালে লক্ষ্মীকোলা বাজার এলাকার একটি পুকুরে তার মৃতদেহ ভাসমান অবস্থয় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত