artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ১১:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

এফবিসিসিআই নির্বাচনে লড়বেন শমী কায়সার

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০২৫ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৪৪ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


এফবিসিসিআই নির্বাচনে লড়বেন শমী কায়সার - অর্থনীতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী শমী কায়সার। তিনি সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা করা হয়।

৩৬ সদস্যের এ প্যানেল থেকে সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। প্যানেলে চেম্বার থেকে ১৮টি ও অ্যাসোসিয়েশন থেকে ১৮টি পদে প্রার্থী ঘোষণা হয়েছে।

শমী কায়সার ই-কমার্স ভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, সাবেক সভাপতি এ কে আজাদ, কাজী আকরামউদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য