artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:২০ অপরাহ্ন

শিরোনাম

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০০৭ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৪০৬ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ - জাতীয়
ছবি প্রতীকী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক শাতিল (২২) ও যাত্রী শাকিল (২০)। তাদের বাড়ি উপজেলা শহরের চৌরাস্তা এলাকায়।

নান্দাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে নিউজবাংলাদেশকে জানান, ময়মনসিংহ থেকে নান্দাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

নিউজবাংলাদেশ.কম/ওএইচ/এমএম/ এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত