artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম

প্রাণিসম্পদমন্ত্রী ‘চুড়ি পরে বসে থাকবে না’

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৪৩ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১১৪১ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


প্রাণিসম্পদমন্ত্রী ‘চুড়ি পরে বসে থাকবে না’ - রাজনীতি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বিজয়নগরে ডাকা রোববারের হরতাল প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ইঙ্গিত করে বলেছেন, “এটা আমার ব্যক্তিগত সফর নয়। মানুষকে সেবা দেয়ার জন্য বিল্ডিং (প্রাণিসম্পদ হাসপাতাল) উদ্বোধন করবো। এতে আপনি বাধা দেবেন আর মন্ত্রীতো হাতে চুড়ি পরে বসে থাকবে না। আপনার যাই ইচ্ছা করুন, আসেন, দেখান আপনার যা দেখানোর ইচ্ছা।”

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরনগরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নাসিরনগরে হামলার নায়ক মোকতাদির চৌধুরী। তার উসকানিতে নাসিরনগরের হিন্দু পরিবার ও তাদের বাড়িঘরে হামলা হয়েছে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নানা কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন মন্ত্রী।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সির সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

ভিডিও

এদিকে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ এ সুধী সমাবেশকে বর্জন করে যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিনের নেতৃত্বে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের রোববারের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পরে বিকেলেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত