artk
১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৮:১০ অপরাহ্ন

শিরোনাম

চীনে পৌঁছেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২৪ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭


চীনে পৌঁছেছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল - খেলা

পাঁচটি প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার চীনে পৌঁছেছে বাংলাদেশ  অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই কৃষ্ণা শিবিরের এ সফর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী দলের চীন পৌঁছানোর কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

৩০ সদস্যের দলে কোচ, ম্যানেজার, ফিজিও ও অফিশিয়াল মিলিয়ে ছয়জন, বাকি ২৪ জন ফুটবলার। চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অবস্থান করবে দলটি।

শুক্রবার রয়েছে প্র্যাকটিস সেশন। প্রথম ম্যাচ শনিবার, প্রতিপক্ষ স্বাগতিক চীন অনূর্ধ্ব-১৪ দল। রোববার শানজি আঞ্চলিক দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে কৃষ্ণা রানী সরকারের দল।

২৪ এপ্রিল চায়না অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে দ্বিতীয় এবং সফরের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ২৫ এপ্রিল শানজি আঞ্চলিক দলের বিপক্ষে সফরের চতুর্থ এবং পরদিন স্বাগতিক অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে অতিথিরা। ২৭ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এ সফরে পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের পাশে আছে ওয়ালটন গ্রুপ।

পাঁচ রানে জিতল শেখ জামাল

নিউজবাংলাদেশ.কম/এমএনসি  

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত