artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৫০ অপরাহ্ন

শিরোনাম

নোয়াখালীতে বজ্রপাতে ভাই-বোন নিহত

নোয়াখালী সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯২৪ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৯৪৬ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭


নোয়াখালীতে বজ্রপাতে ভাই-বোন নিহত - জাতীয়
প্রতীকী

নোয়াখালী সদর উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের খুরশিদ আলমের মেয়ে লিপি আক্তার (১০) ও ছেলে মো. শরীফ (৭)।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লিপি ও শরীফ বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে ঘাস কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই পরিবার তাদের দাফন করে ফেলে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এমআই/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত