artk
১০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৩ এপ্রিল ২০১৮, ১১:৩২ পূর্বাহ্ণ

শিরোনাম

হাওরে বাঁধ নির্মাণে অনিয়মকারীরা চিহ্নিত হয়েছে: ত্রাণমন্ত্রী

সিলেট সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৩৭ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৪৪ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


হাওরে বাঁধ নির্মাণে অনিয়মকারীরা চিহ্নিত হয়েছে: ত্রাণমন্ত্রী - জাতীয়

“হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে। যারা এই অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সংখ্যা খুব কম। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে একজনকে প্রত্যাহার করা হয়েছে।”

বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত হাওরবাসীর খাদ্যের কোনও অভাব হবে না। যতদিন নতুন ধান না ফলছে, অবস্থা স্বাভাবিক না হচ্ছে, ততদিন সরকারের পক্ষ থেকে হাওরবাসীকে খাদ্য সহায়তা দেয়া হবে।”

এসময় মন্ত্রী হাওরবাসীর সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “তারা ঢাকায় বসে বিভিন্ন ফতোয়া দিচ্ছে। কিন্তু কাউকে এখানে এসে হাওরবাসীর পাশে দাঁড়াতে দেখলাম না।”

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এমএসএস/এসজে/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত