artk
১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৮:০৮ অপরাহ্ন

শিরোনাম

পিস্তল চালানোর প্রশিক্ষণ নেয়া মতিয়ার এখন ঢাবি শিক্ষক!

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৩৭ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৪৪ ঘণ্টা, শুক্রবার ২১ এপ্রিল ২০১৭


পিস্তল চালানোর প্রশিক্ষণ নেয়া মতিয়ার এখন ঢাবি শিক্ষক! - শিক্ষাঙ্গন

পিস্তল চালানোর প্রশিক্ষণ নেয়ার সময় অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা বিতর্কিত সেই মো. মতিয়ার রহমান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যার অস্ত্র চালনার ছবি সংবাদের শিরোনাম হয়েছিল।

ঢাবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মতিয়ারের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় তিনি ছাত্রলীগের সঙ্গ যুক্ত ছিলেন। ২০১৬ সালের ১৭ জুলাই তিনি প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নিয়োগ পান। সম্প্রতি তাকে পদোন্নতি দেয়া হয়।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নিয়েগ পাওয়ার পর ওই বছরই মতিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে যোগ দেন। পরের বছর জগন্নাথের চাকরিতে থাকা অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র হাতে মতিয়ারের ছবি সংবাদমাধ্যমে এলে তোলপাড় শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিল বলেন, ‘‘মতিয়ারের ওই কাণ্ডের কথা আমাদের জানা ছিল না। নিয়োগের সময় বিষয়টি জানা থাকলে বিভাগের বাছাই কমিটি বিষয়টি দেখত। সে নিয়োগ পেয়েছে দশ মাস হতে যাচ্ছে। এতদিন তো আমরা কিছু জানতাম না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবে।”

এ বিষয়ে মতিয়ার রহমানের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।  

প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকের কাছে ‘পিস্তল চালানোর প্রশিক্ষণ নেয়ার সময়’ তোলা হয় ওই ছবি। ছবিতে পিস্তল তাক করে দাঁড়ানো মতিয়ারের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক ও বর্তমান বিসিএস ক্যাডার (অর্থনীতি) আজিজুল হক মামুন এবং ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তখনকার যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিবকে দেখা যায়। সজিবুলই দুই শিক্ষককে অস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছিলেন।

ওই সময় অস্ত্র চালানোর সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমানকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সজিবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এমবি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য