artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৪২ অপরাহ্ন

শিরোনাম

দুদকের সঙ্গে কাজ করতে চায় এফবিআই

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫৩ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৭৫৪ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭


দুদকের সঙ্গে কাজ করতে চায় এফবিআই - জাতীয়

দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই।

বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ দুদক প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে এফবিআইয়ের প্রতিনিধি ডেভিড জে ইটন এ কথা জানান।

ডেভিড জে ইটন বলেন, ‘‘এফবিআই ইন্দোনেশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা কেপিকের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ করছে।’’

দুদকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘‘সন্ত্রাসে অর্থায়নসহ অর্থপাচারের বিষয়ে মৌলিক প্রশিক্ষণে এফবিআই সহযোগিতা করতে পারে।’’

তিনি আরও বলেন, ‘‘কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধ যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। প্রতিরোধ কার্যক্রম এ দেশের উত্তম চর্চার বিকাশে দীর্ঘ মেয়াদি ফলাফল বয়ে আনবে।’’

এসময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘‘কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতা বিশ্বমানের করতে হলে তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন। তদন্তের পরিমাণ ও গুণগতমানের উৎকর্ষ সাধনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দরকার।’’

তিনি বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র দুর্নীতি দমনই নয় প্রতিরোধেও কাজ করছে। কমিশন চায় দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করতে।’’

চেয়ারম্যান আরও বলেন, ‘‘বাংলাদেশের জনগণ হয়তো বিশ্বাস করে দুর্নীতি করলে দুদক আইন প্রয়োগ করতে পারে। কমিশন চায় বিশ্বে অন্যান্য দেশের উত্তম চর্চাগুলো আমাদের দেশে ছড়িয়ে দিতে।”

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমবি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য