artk
১২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ২:৪০ পূর্বাহ্ণ

শিরোনাম

আয় কমেছে বাংলাদেশ ল্যাম্পসের

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৬ ঘণ্টা, বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০১৭


আয় কমেছে বাংলাদেশ ল্যাম্পসের - অর্থনীতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের আয় কমেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গত ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২৯ টাকা। যা আগের বছরে একই সময়ে হয়েছিল ২ দশমিক শূন্য ১ টাকা। কিন্তু গত বছরের তুলনায় এ বছর ইপিএস কমেছে ৭২ পয়সা।

এদিকে কোম্পানিটির সর্বশেষ ৩ মাসে ইপিএস দাঁড়িয়েছিল ৪৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা।

৩১ মার্চ ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৫ দশমিক ৬৮ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমবি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য