artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৫১ অপরাহ্ন

শিরোনাম

ব্যবসায়ী হত্যা মামলা: শাহাবুদ্দীন নাগরী ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪১ ঘণ্টা, সোমবার ১৭ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৩৫ ঘণ্টা, মঙ্গলবার ১৮ এপ্রিল ২০১৭


ব্যবসায়ী হত্যা মামলা: শাহাবুদ্দীন নাগরী ৫ দিনের রিমান্ডে - কোর্ট-কাচারি

এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক কাস্টমস কমিশনার একেএম শাহাবুদ্দীন নাগরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কবি ও গীতিকার শাহাবুদ্দীনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বিচারক এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

এর আগে সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুমে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। ঘটনার পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য