artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:০৭ অপরাহ্ন

শিরোনাম

গরমে স্বস্তি দিতে মাল্টা পুদিনা স্মুদি

লাইফস্টাইল ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪১০ ঘণ্টা, সোমবার ১৭ এপ্রিল ২০১৭


গরমে স্বস্তি দিতে মাল্টা পুদিনা স্মুদি - লাইফস্টাইল

গরমের প্রস্তুতিতে রাখুন মাল্টা পুদিনার স্মুদি। ঠাণ্ডা এই স্মুদি আপনার ক্লান্তি দূর করে নিমিষেই আপনার সতেজতা ফিরিয়ে আনবে। জেনে নিন মাল্টা পুদিনার স্মুদি বানানোর পুরো প্রণালীটি-

খুশকি দূর করুন চিরতরে

যা যা লাগবে:

ঠাণ্ডা পানি (২ কাপ), চিনি (২ টে. চামচ), লবণ (১/২ চা চামচ), লেবুর রস (২ চা চামচ), লেবুর খোসা কুচি (১ চা চামচ),  মাল্টার খোসা কুচি (১ চা চামচ), পুদিনা পাতার রস (১ কাপ), লেবুর রস (১ টে. চামচ), মাল্টার রস (৪ টে. চামচ), চিনি (১ টে. চামচ)।

যেভাবে বানাবেন:

প্রথমে একটি জগে লেবুর ও মাল্টার খোসা ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ড করুন। ভালভাবে সব মিশে গেলে লেবুর ও মাল্টার খোসা মিশিয়ে ২০ সেকেন্ড ব্লেন্ড করুন। খেয়াল রাখুন খোসা যেন একেবারে গলে না যায়। খোসা ব্লেন্ড হয়ে গেলে তৈরি হয়ে গেল মালটা পুদিনার স্মুদি।

এবার স্মুদি ফ্রিজে রাখুন। খাওয়ার আগে বরফ টুকরা হালকা ক্রাশ করে স্মুদির উপরে ঢেলে নিন। এই স্মুদির প্রতি চুমুকে আপনি পাবেন শীতল সতেজতা।

 

নিউজবাংলাদেশ.কম/এমএস/কেকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য