artk
১১ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, সোমবার ২৪ এপ্রিল ২০১৭, ৭:৩৯ পূর্বাহ্ণ

শিরোনাম

৩০ হাজার খণ্ডকালীন কর্মী নিচ্ছে অ্যামাজন

আইটেক ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯১৯ ঘণ্টা, রোববার ০৯ এপ্রিল ২০১৭


৩০ হাজার খণ্ডকালীন কর্মী নিচ্ছে অ্যামাজন - আই-টেক

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আগামী বছরগুলোতে আরও ৩০ হাজার খণ্ডকালীন কর্মী নেবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, নিয়োগ দেয়া কর্মীর মধ্যে ২৫০০০ গুদামে এবং বাকি ৫০০০ জনকে গ্রাহক সেবার কাজে লাগানো হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অ্যামাজনের ৪০ হাজার খণ্ডকালীন কর্মী রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আগামী দেড় বছরে এক লাখের বেশি পূর্ণমেয়াদি কর্মী নিয়োগ দেয়া হবে। ফলে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা দাঁড়াবে ২৮০০০০।

সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজ করতে হয় অ্যামাজনের খণ্ডকালীন কর্মীদের। এতে কাজ করায় কিছু বাড়তি কিছু সুবিধাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উচ্চমাত্রার চাহিদা রয়েছে এমন বিষয়ের শীক্ষার্থীদের বেশির ভাগ টিউশন ফিও দিয়ে থাকে অ্যামাজন।

প্রসঙ্গত, চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগেই এ ঘোষণা দেয় অ্যামাজন। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমবি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য