artk
৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ৫:২৪ পূর্বাহ্ণ

শিরোনাম

ব্রেকিং নিউজে স্বামীর মৃত্যুর খবর তাকেই পড়তে হলো!

বিচিত্র ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২২১৩ ঘণ্টা, শনিবার ০৮ এপ্রিল ২০১৭


ব্রেকিং নিউজে স্বামীর মৃত্যুর খবর তাকেই পড়তে হলো! - বিচিত্র

গাড়ি দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। আর সেই খবর টিভিতে ব্রেকিং নিউজ হিসাবে পড়তে হলো স্ত্রীকে।

ভারতায় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতের ছত্তিসগড়ের একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা সুপ্রীত কউর। শনিবার সকালের নিউজ বুলেটিন পড়ার দায়িত্ব ছিল তারই। নিউজ বুলেটিন দেখানের সময় এক সাংবাদিকের কাছে থেকে ফোন আসে। মহাসমুন্দ জেলার পিঠারাতে একটি গাড়ি দুর্ঘটনা নিয়ে জানাতেই তিনি ফোন করেন। সঙ্গে সঙ্গে সেই খবরটাকে ব্রেকিং নিউজ হিসাবে পড়তে হয় সুপ্রীতকে।

ওই সাংবাদিক জানান, একটি রেনো ডাস্টার গাড়ি দুর্ঘটনায় ৫ জনের মধ্যে ৩ জন নিহত হয়েছেন। এই খবরটাই সুপ্রীতের কাছে যথেষ্ট ছিল। তিনি বুঝতে পারেন ওই রাস্তা দিয়েই তার স্বামীর যাওয়ার কথা ছিল চার সঙ্গীকে নিয়ে এবং ঘটনাচক্রে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটাও ছিল রেনো ডাস্টার। লাইভ নিউজে কান্না চেপে রাখেন তিনি। এরপরই কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়স্বজনদের খবর দেন।

স্বামীর মৃত্যুর খবর শোনার পরও লাইভে স্বাভাবিক থাকায় সহকর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।
নিউজবাংলাদেশ.কম

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য