artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৩:৫২ পূর্বাহ্ণ

শিরোনাম

প্রেমের টানে ব্রাজিল থেকে বালিয়াকান্দি!

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪২ ঘণ্টা, মঙ্গলবার ০৪ এপ্রিল ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩০৫ ঘণ্টা, বুধবার ০৫ এপ্রিল ২০১৭


প্রেমের টানে ব্রাজিল থেকে বালিয়াকান্দি! - বিচিত্র

রাজবাড়ী: ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। আর সেই প্রেমের টানেই সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশে ছুটে এসেছেন প্রেমিকা জেইসা ওলিভেরিয়া সিলভা। উঠেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে প্রেমিক সঞ্জয় ঘোষের বাড়িতে।

সোমবার রাতে জেইসা ঢাকায় এসে পৌঁছান। মঙ্গলবার সকালে তাকে দেখতে সঞ্জয়ের বাড়িতে ভিড় করেন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

দেখতে আসা আকরাম হোসেন বলেন, “ব্রাজিল থেকে একজন নারী এসেছেন জেনে দেখতে এসেছি। আমার মতো অনেকেই দেখতে এসেছেন।”

বলাই ঘোষের ছেলে সঞ্জয় শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা বাস সার্ভিসের কর্মী।

তিনি জানান, ১৭ মাস আগে ফেসবুকে তার সঙ্গে ব্রাজিলের জেইসার পরিচয় হয়। এক পর্যায়ে তিনি বাংলাদেশে আসতে আগ্রহ দেখান। সে অনুযায়ী, সোমবার রাতে তিনি সঞ্জয়ের বাড়িতে এসেছে।

বিয়ের ব্যাপারে সঞ্জয় বলেন, “বয়সে জেইসা আমার চেয়ে এক বছরের বড়। আমার বয়স ২৮ বছর। তাকে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। পরিবারও না করবে না।”

নিউজবাংলাদেশ.কম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য