![]() |
চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট সিডিএল আবাসিক এলাকার দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর মধ্যে এক নম্বর সড়কে অবিস্থিত একটি বাড়ি ও ইশান মহাজন সড়কে অবস্থিত আরও একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে।
সোমবার বিকেল চারটা থেকে পুলিশের দেড় শতাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত আছে। বাড়ি দুটিতে অভিযান চালাতে সোয়াত ও পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলও প্রস্তুতি নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান।
এর আগে বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার আমিরাবাদের সাধন কুটির থেকে এক নারীসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।
বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছায়ানীড় ভবনে অভিযান চালিয়ে ২০ জন জিম্মিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে