artk
১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৮:০৯ অপরাহ্ন

শিরোনাম

সীতাকুণ্ডে নিহত ‘জঙ্গি’ দম্পতির মরদেহ নেবে না পরিবার

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪২ ঘণ্টা, সোমবার ২০ মার্চ ২০১৭


সীতাকুণ্ডে নিহত ‘জঙ্গি’ দম্পতির মরদেহ নেবে না পরিবার - জাতীয়

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ‘জঙ্গি’ দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিনের মরদেহ গ্রহণ করবে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে থাকা মরদেহ সনাক্তের পর নিহত জুবাইদার ভাই জিয়াবুল হক এ কথা জানান।

তিনি বলেন, “বোন ও বোনের সন্তানের মরদেহ আমি সনাক্ত করেছি। তবে এই মরদেহ আমরা গ্রহণ করব না। বোন ও তার স্বামীর জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আমরা লজ্জিত।”

নিহত কামালের বাবা মোজাফফারও তার ছেলের মরদেহ গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ছায়ানীড় বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের ‘অপারেশন অ্যাসল্ট-সিক্সটিন’ অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিলেন। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য