artk
১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৮:১০ অপরাহ্ন

শিরোনাম

ট্রেলারে ইতিহাস গড়ল ‘বাহুবলি-টু’

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৫০ ঘণ্টা, সোমবার ২০ মার্চ ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫৫৮ ঘণ্টা, সোমবার ২০ মার্চ ২০১৭


ট্রেলারে ইতিহাস গড়ল ‘বাহুবলি-টু’ - বিনোদন
ছবি: সংগৃহীত।

১৬ মার্চ চারটি ভাষায় মুক্তি পায় ‘বাহুবলি-টু’-এর ট্রেলার। তেলেগু, তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় মুক্তির পরই তা ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

আর এই চার দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড করে ফেলেছে প্রভাস এবং রানা দাগ্গুবাতির বাহুবলী টু। ইন্টারনেটে সত্যিই ঝড় তুলে দিয়েছে। ৯৬ ঘণ্টায় বাহুবলী টু-এর ট্রেলার যতবার দেখা হয়েছে, তা এর আগে কোনওদিন ঘটেনি।  

বাহুবলী টু-এর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, 'বাহুবলী টু-এর ঝড় থামছে না। মাত্র ৯৬ ঘণ্টায় ৮৫ মিলিয়ন ভিউ হয়েছে ট্রেলরের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।'

আরও একটি টুইটার পোস্টে বলা হয়েছে, 'বাহুবলী টু-এর ট্রেলর ইউটিউবে যত লাইক পেয়েছে, আজ পর্যন্ত কোনও সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি এ দেশের ইতিহাসে। এক মিলিয়নের বেশি লাইক এবং প্রতিনিয়ত বাড়ছে।'

এছাড়াও ইউটিউবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় ৭ নম্বরে রয়েছে বাহুবলী টু ছবির ট্রেলার।

টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন নির্বাচন:

সভাপতি মামুনুর রশীদ সম্পাদক ইরেশ যাকের

নিউজবাংলাদেশ.কম/এআরকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য