artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম

সিংহ নিয়ে পাকিস্তানি শেখের বিয়ে, পন ৫ কোটি টাকা!

বিচিত্র ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৫১ ঘণ্টা, শনিবার ১৮ মার্চ ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৪৩ ঘণ্টা, রোববার ১৯ মার্চ ২০১৭


সিংহ নিয়ে পাকিস্তানি শেখের বিয়ে, পন ৫ কোটি টাকা! - বিচিত্র

বিয়েকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা এলাহিকাণ্ড করে বসেন। কেউ কেউ হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যান। কেউ যান হাতির পিঠে চড়ে। তবে জীবন্ত সিংহের খাঁচায় চড়ে বিয়ে করতে যাওয়ার মতো এমন বিস্ময়কর খবর আগে শোনা যায়নি।

সিংহ নিয়ে বিয়েতে হাজির হয়েই ক্ষ্যান্ত হননি তিনি। কনে পক্ষের কাছ থেকে বিপুল অংকের টাকাও নিয়েছেন তিনি। আর এই পনের পরিমাণ পাঁচ কোটি টাকা!

এছাড়া বরের শেরোয়ানিও ছিল খাঁটি সোনায় তৈরি। আর অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ১৫ হাজার অতিথি!

এই অদ্ভুত কাণ্ডটি ঘটেছে পাকিস্তানের মুলতানে।

এ প্রসঙ্গে পাকিস্তানি ওই শেখের জবাব খুবই সরল। তিনি জানিয়েছেন, রাজকীয় বিয়ে তার ছেলেবেলার স্বপ্ন ছিল।

বিয়েতে বিপুল টাকা খরচের জন্য তার বাবাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিয়েতে এসব কাণ্ড ঘটিয়ে খুশিতে আটখানা শেখ মুহম্মদ। তিনি বলেন, ‘‘এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। বাবা আমার সেই স্বপ্নপূরণ করতে সাহায্য করেছেন।”

পাকিস্তানের মুলতানের বাসিন্দা শেখ মহম্মদ। খাচায় বন্দী সিংহ বিয়েতে হাজির হয়েছেন এই মুলতানি শেখ।

শুধু সিংহ নিয়েই যে তিনি বিয়েতে হাজির হয়েছেন তাই নয়, বিয়েতে শেখ মুহম্মদ করেছেন বিপুল খরচও।

শেখ মহম্মদের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য