artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম

নকিয়া মিডরেঞ্জ স্মার্টফোন আসছে

আইটেক ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১০৫ ঘণ্টা, শনিবার ১৮ মার্চ ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৪৫৯ ঘণ্টা, শনিবার ১৮ মার্চ ২০১৭


নকিয়া মিডরেঞ্জ স্মার্টফোন আসছে - আই-টেক

এর আগে শোনা গেছে নকিয়ার হাইরেঞ্জ স্মার্টফোনের কথা। এবার এ ব্র্যান্ডের মিডরেঞ্জের নতুন স্মার্টফোন আসছে। সম্প্রতি নকিয়ার নতুন কয়েকটি মডেলের স্মার্টফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এগুলোর মডেল নম্বর হতে পারে নকিয়া ৭ ও ৮। মিডরেঞ্জ বা মধ্যম সারির স্মার্টফোন হিসেবে বাজারে আনবে নির্মাতা প্রতিষ্ঠান ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল।

নকিয়া ৭ ও ৮ মডেলে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি চিপসেট ব্যবহৃত হবে। ফোন দুটির একটির ডিসপ্লে হবে ১০৮০ পিক্সেলের এবং অন্যটি হবে কিউএইচডি ডিসপ্লেযুক্ত। ধাতব কাঠামোর স্মার্টফোন দুটিতে ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বড় মাপের ক্যামেরা সেন্সর ব্যবহৃত হতে পারে।


কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৬৬০ চিপ শুরুতে অবশ্য শাওমির ফোনে ব্যবহৃত হওয়ার কথা ছিল। কিন্তু নকিয়া এই চিপযুক্ত ফোন তৈরির খবরে পরিস্থিতি কিছুটা বদলে যেতে পারে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই চিপ তৈরির কাজ শুরু হতে পারে। অপো ও ভিভো এই চিপ ব্যবহার করতে পারে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যেনোকিয়ার নতুন ফোন বাজারে চলে আসতে পারে। সূত্র: এনডিটিভি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য