artk
১৩ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৭ জুন ২০১৭, ৪:২৩ অপরাহ্ন

শিরোনাম

নারী দিবসে ৩ মহিয়সীকে সম্মাননা জানালো ওয়েস্টিন

সিনিয়র রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮২৩ ঘণ্টা, বুধবার ০৮ মার্চ ২০১৭


নারী দিবসে ৩ মহিয়সীকে সম্মাননা জানালো ওয়েস্টিন - নারী

ঢাকা: সমাজে অসামান্য অবদানের জন্য তিন মহিয়সী নারীকে সম্মাননা জানিয়েছে হোটেল ওয়েস্টিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বুধবার ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে ‘ওমেন অব ইন্সপাইরেশন’ স্বীকৃতি দেয়া হয় মাইক্রোসফ্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তা এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে।

নারী দিবস উদযাপন করতে বাংলাদেশের করপোরেট খাতের প্রায় ৪০ জন সফল নারীকে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিনিধি ফরিদা আনসারী।

এসময় পুরস্কারপ্রাপ্ত সফল নারীরা তাদের জীবনের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের ঘটনা তুলে ধরেন।

ওয়েস্টিনের ডিরেক্টর অব অপারেশন এবং ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন বলেন, “নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে আমাদের এবং দেশকে গর্বিত করার জন্য সব সফল নারীদের প্রতি আন্তর্জাতিক নারী দিবসে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তাদের সম্মান জানাই এবং আমরা তাদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি। একটি লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে আমরা হোটেল ওয়েস্টিনের পক্ষ থেকে এ বিশেষ আয়োজনের আয়োজক হতে পেরে সত্যিই অনেক গর্বিত হয়েছি।”

নিউজবাংলাদেশ.কম/এসএ/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত