artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক শিমুলের পরিবারকে আর্থিক সাহায্য করলো এবিপিএমসি

নাইম আবদুল্লাহ, সিডনি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪১১ ঘণ্টা, বৃহস্পতিবার ০২ মার্চ ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৪৫৮ ঘণ্টা, বৃহস্পতিবার ০২ মার্চ ২০১৭


সাংবাদিক শিমুলের পরিবারকে আর্থিক সাহায্য করলো এবিপিএমসি - প্রবাস

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের (এবিপিএমসি) সঙ্গে সিরাজগঞ্জ জেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এবিপিএমসি আয়োজিত ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি’ নিয়ে এ মতবিনিময় হয়।

এদিকে, সিরাজগঞ্জ শাহজাদপুরে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের পরিবারকে আর্থিক সাহায্য করেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল।

সিরাজগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল আয়োজিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি’ নিয়ে মতবিনিময় করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মেদ।

এ মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘‘দেশব্যাপী সাংবাদিকদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সঠিক তালিকা প্রণয়ন হলেই প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘সাংবাদিকদের এ তালিকা প্রণয়নের উদ্দেশ্য কাউকে বাদ দেয়া বা বিড়ম্বনায় ফেলা নয়। বরং এটি একটি বড় ধরনের স্বীকৃতি। খুব শিগগিরই নিজ নিজ গণমাধ্যমের নামসহ সাংবাদিকদের সঠিক তালিকা ওয়েবসাইটে দেয়া হবে। স্থানীয় প্রশাসনও যেকোনো সাংবাদিকের সঠিক পরিচয় জানতে বা চিনতে পারবে। সাংবাদিকদের তালিকা তৈরির পেছনে কোনো নেতিবাচক উদ্দেশ্য নেই।”

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার (যুগ্মসচিব), পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ফ্রি-ল্যান্সার আবু নসর, বাসসের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে-খোদা লিটন, সাংবাদিক বাবু ইসলাম, আবদুল কুদ্দুস, জাকিরুল ইসলাম সান্টু, হারন-অর-রশিদ খান হাসান, শহিদুল ইসলাম ফিলিপস, এনামুল হক খোকন, হেলাল আহম্মেদ, সুলতানা ইয়াসমিন মিলি, সমকাল জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, বিমল কুমার কুণ্ড, শফিকুজ্জামান শফিসসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সমকাল শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের স্ত্রী ও ছেলেমেয়ের জন্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে এক লাখ টাকার চেক জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

পরে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বগুড়া থেকে মোবাইল ফোনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এনএ/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত