artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:২৯ পূর্বাহ্ণ

শিরোনাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২৬ ঘণ্টা, মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০১৭


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ভবনের উদ্বোধন - শিক্ষাঙ্গন

ঢাকা: ধানমন্ডিতে অবস্থিত ১৪ তলা বিশিষ্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান ভবনটির উদ্বোধন করেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, “শিক্ষাকে বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে তুলতে হবে।”

পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ, মানুষ ও দেশের প্রতি দায়বদ্ধতা, বাবা-মা ও গুরুজনদের প্রতি সম্মান এবং ধর্মীয় চেতনার প্রতি জোর দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুলের প্রিন্সিপাল শাহানা খান, সিনিয়র ভাইস প্রিন্সিপাল রাহীমা মির্জাসহ প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

ডিআইএস একটি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন চেইন স্কুল। বর্তমানে ঢাকাসহ, চাঁদপুর এবং গাজীপুরে এর ছয়টি শাখা আছে।


নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য