artk
১৫ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, বুধবার ২৮ জুন ২০১৭, ২:৫২ পূর্বাহ্ণ

শিরোনাম

যশোরে ভারতীয় ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৪৮ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ২২৪২ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭


যশোরে ভারতীয় ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন - জাতীয়

যশোর: নগরীর বেগম কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভারতীয় ভিসা সেন্টার।

বুধবার সন্ধা ৭টার দিকে বাংলাদেশে ভারতের ১২তম এ ভিসা সেন্টার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

উদ্বোধনকালে তিনি বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চালের মানুষের কৃষ্টি-কালচারে ব্যাপক মিল রয়েছে। এখানেই রয়েছে দক্ষিণাঞ্চালের ব্যবসার স্থান যশোর ও বেনাপোল। ভারত সরকারের আগে থেকে এ জেলায় ভিসা সেন্টার করার পরিকল্পনা ছিল। আজ সেই ভিসা সেন্টার উদ্বোধনের ফলে ভারত সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলো।”

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মনিরুল ইসলাম ও স্বপন ভট্টাচার্য, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ বোস, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান জেনারেল ম্যানেজার সুজিত কুমার ভার্মা ও আঞ্চলিক প্রধান অভিজিৎ চক্রবর্তী।

নিউজবাংলাদেশ.কম/টিআইএম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত