artk
১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৮:০৫ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২১ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭


সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত - জাতীয়

সিরাজগঞ্জ: সদর উপজেলায় চাল কলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় শিয়ালকোল বাজারের শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), হাফিজা খাতুন (৩৫) ও সাকেরা বেওয়া (৪৮)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় চাতালে কাজ করছিলেল ৪/৫ জন শ্রমিক। এসময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজবাংলাদেশ.কম/আরডি/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য