artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:২১ অপরাহ্ন

শিরোনাম

জমি নিয়ে বিরোধ
চুয়াডাঙ্গায় ভাইয়ের হাতে ভাইসহ নিহত ২

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০৯ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭


চুয়াডাঙ্গায় ভাইয়ের হাতে ভাইসহ নিহত ২ - জাতীয়

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে নজরুল ইসলাম (৬৩) ও সাহেবপুর গ্রামের মৃত আজমত আলীর ছেলে কলম আলী (৩৮)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বুধবার দুপুরে হাটবোয়ালিয়া গ্রামে প্রতিবেশী ফড়িং মণ্ডলের ছেলে শরিফের সঙ্গে বাড়ির পাশের রাস্তা নিয়ে সংঘর্ষ বাধে নজরুলের। এসময় গুরুতর আহত নজরুলকে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সাহেবপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে দুই ভাই লালন ও কলমের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছোট ভাই লালন বড় ভাই কলমকে কোদাল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত কলমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসত মৃত ঘোষণা করে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেএস/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য