artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৫০ অপরাহ্ন

শিরোনাম

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯২৯ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯০০ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০১৭


বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - জাতীয়
ফাইল ফটো

ঢাকা: আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে প্রচার হবে।

ভাষণে প্রধানমন্ত্রী গত তিন বছরে সরকারের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরবেন বলে জানা গেছে। 

এর আগে গত বছর ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ২০১৪ সালের ১২ জানুয়ারি শপথ নেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত