artk
১৩ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৭ জুন ২০১৭, ৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৩৩ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭


মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয়

রংপুর: প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দেয়ায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। তবে বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।”

বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম সভায় মন্ত্রী এসব কথা বলেন। ঢাকার বাইরে প্রথমবারের মতো এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র সচিব, বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডিজিরা অংশ নেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুন্দরগঞ্জের সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সভার সভাপতি টিপু মুনশি বলেন, “ঢাকার বাইরে প্রথমবারের মতো সংসদীয় কমিটির সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, সন্ত্রাস-নাশকতা, পাসপোর্ট জটিলতা, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।”

দ্রুত সময়ের মধ্যে রংপুরে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

বিভাগীয় পর্যায়ে সংসদীয় কমিটির সভার অংশ হিসাবে বুধবার রংপুরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সভা হবে রাজশাহীতে।

নিউজবাংলাদেশ.কম/এসএম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত