artk
১২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ২:৩৫ পূর্বাহ্ণ

শিরোনাম

ডিএসইতে সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৪৫ ঘণ্টা, বুধবার ১১ জানুয়ারি ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯১৬ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০১৭


ডিএসইতে সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড - অর্থনীতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার। গত ২৭ মাসের মধ্যে সূচক ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে এদিন। এসময় ৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বুধবার ডিএসইতে একহাজার ৭০৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে ২০১১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন ছিল। ২০১১ সালের ২৮ জুলাইয়ে লেনদেন ছিল একহাজার ৮০৪ কোটি টাকা।

এদিন ডিএসইএক্স ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩৩ দশমিক ৮৭ পয়েন্টে, যা ২০১৪ সালের ১৩ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১১৭টি কোম্পানির দর কমেছে এবং ১৫টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানির ৯১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোস ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড। ২৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনে চতুর্থ স্থানে রয়েছে ডেসকো। ২৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনে পঞ্চম স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনে ষষ্ঠ স্থানে রয়েছে এনবিএল। ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে সপ্তম স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত। ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে অষ্টম স্থানে রয়েছে লঙ্কাবাংলা। ২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে নবম স্থানে রয়েছে ডরিন পাওয়ার। ২৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনে দশম স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার প্রধান সূচকের উত্থান হয়েছে। এদিন সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৯৩০ দশমিক ২২ পয়েন্ট। সিএসই৫০ বেড়েছে ১৪ দশমিক ৬৪ পয়েন্ট, সিএসই৩০ বেড়েছে ১৩৭ দশমিক ৩২ পয়েন্ট, সিএএসপিআই বেড়েছে ১৬২ দশমিক ২৯ পয়েন্ট এবং সিএসআই বেড়েছে পাঁচ দশমিক শূন্য আট পয়েন্ট।

সিএসইতে ৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৭১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।


নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমবি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য